Rose Good LuckসেলফিRose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০২ অক্টোবর, ২০১৪, ০৬:৪১:২৯ সন্ধ্যা



সেলফি

Star Star Star

.

চিন্তা-ভাবনা সবকিছু কেন জানি রাস্তায় হাঁটার সময়ই সব এসে ভীড় করে!

.

এইতো সেদিন অফিস ফেরত পায়ে চলা যাত্রী হয়ে

নিজেকে চেনার ব্যকুলতা ডানা মেলে উন্মাতাল করে দেয় নিজেকে!

.

পাঁচ ফিট ছ' ইঞ্চির ঐ মানুষটি, যাকে

আয়নায় রোজ দেখি, আর দেখে দেখে

ক্লান্তির সীমা লঙ্ঘন করে ভাবি, এই কি আমি?

.

উজিরপুরে বাস চাপায় নিহত বারোজনের

বীভৎস লাশের ভিতর কোনজন আমি?

নাকি ক্ষতিপূরণ ধার্যের প্রতিবাদে চব্বিশ ঘন্টা

ধর্মঘটের ডাক দেয়াদের ভীড়ে যে কোনো একজন!

.

টিকেটের আশায় কমলাপুরে বিনিদ্র রজনী কাটানো কেউ?

কিংবা গাবতলি কাউন্টারে হিসাবের অতিরিক্ত টাকা খরচ করা একজন হিসাবি যাত্রী-

পাথরঘাটায় বলেশ্বর নদে বিলীন হওয়া

সর্বস্ব হারানো মানুষের মাঝে নির্লীপ্ত দৃষ্টি নিয়ে বসে থাকা ঐ লোকটি?

এদের ভিতরে নিজেকে নিরন্তর খুঁজে ফেরা একজন কি আমি নই!

.

আমি কি খরচের টাকা ওঠেনি বলে মৃত্যুকে মেনে নিয়ে

ইরাক ছাড়তে না চাওয়া ঐ বাংলাদেশী?

মিথ্যে তথ্য দেয়ায় মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া

১৫১ সরকারি কর্মকর্তাদের মাঝেও কি রয়েছি আমি!

.

মসজিদ-মন্দিরের চাল আত্মসাৎকারী একজন প্রভাবশালী?

ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্তকৃত ইউজিসির সেই কর্মকর্তা?

নাকি মানবিক বিভাগ থেকে পাস করা সেই ভূয়া সর্বরোগ বিশেষজ্ঞ!

.

প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের পক্ষে মানববন্ধনকারী দলের ভিতরের কেউ?

যে পুলিশের লাঠিচার্জের ভিতরেও শির উচ্চ করে দাঁড়িয়ে থাকে নির্ণিমেষ!

.

হেঁটে হেঁটে ভাবি, আর ভেবে ভেবে উদাস হই, আসলে কে আমি! Good Luck

[কবিতাটির লাইনগুলো ১-২-৩-৪-৫ থেকে আবার ৫-৪-৩-২-১ এভাবে লিখার চেষ্টা করেছি। নতুন এক ধরণের সূত্রপাত করলাম কি? Music ]

বিষয়: সাহিত্য

৯০৯ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270880
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
214879
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।Good Luck
270881
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ফেরারী মন লিখেছেন : দারুণ সুন্দর হয়েছে সেইসাথে নতুন সনেট আমদানি। হাহাহাহা
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
214881
মামুন লিখেছেন : ধন্যবাদ।
নতুন কিছু একটা হলেও, সনেট হবে না (৮ ও ৬ লাইন হতে হবে)।
শুভেচ্ছা আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270882
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : Thumbs up নতুন ফরম্যাট বলা যায় সফল। অসম্ভব তীব্র জীবন বোধ কাজ করে আপনার ভেতর আর সেখান থেকেই এ ধরণের লেখা উৎসরিত হয়। চমৎকার।
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
214882
মামুন লিখেছেন : ধন্যবাদ বন্ধু!
সুন্দর অনুভূতি রেখে গেলেন, মুগ্ধ হলাম।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270888
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic ভাই Fantastic Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
214894
মামুন লিখেছেন : ধন্যবাদ Fantastic ভাই।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270938
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:২৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনার ১-২-৩-৪-৫ এবং ৫-৪-৩-২-১ মিলটা কিসের সাথে কিসের একটু ক্লিয়ার করলে অন্তত আমার বুঝতে সুবিধা হত।
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৫
214973
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সিলি একটা ব্যাপার ভাই।
লাইনের ক্রম আর কি। তবে একটু ভুল হয়েছে। এখানে এভাবে হবেঃ- কবিতার প্রথম লাইনে ১ লাইন প্রথম স্তবকে, দ্বিতীয় স্তবকে ২ লাইন এভাবে পঞ্চম স্তবকে ৫ লাইন;এখান থেকেই বিপরীতক্রমে যেতে হবে। ষষ্ঠ স্তবকে ৪ লাইন, সপ্তমে ৩, অষ্টমে ২, নবমে ১ লাইন। তাহলে সিকোয়েন্স দাড়াবেঃ ১-২-৩-৪-৫-৪-৩-২-১।
জাস্ট মনের খেয়াল ভাই। এতো সিরিয়াস কিছু নয়।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
270942
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:৪২
আফরা লিখেছেন : আপনি নিজেই জানেন না আপনি কোনজন ।তাহলে আর আমি কিভাবে বলব ভাইয়া । কবিতা সুন্দর হয়েছে ভাইয়া ।
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫২
215029
মামুন লিখেছেন : ধন্যবাদ।
হ্যা, জানি তবে শিওর না। তাই তো আপনাদের কাছ থেকে শিওর হতে চাইছিলাম। কিন্তু কেউ তো বললেন না আমায়।:Thinking
ধন্যবাদ, সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271022
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন :
অসাধারণ বিশ্লেষণ নিজেকে,সবাই সেলফি তোলার পরিবর্তে আপনার মত সেলফি বিশ্লেষণে একটু মনযোগী হলেই সমাজ অনেক এগিয়ে যাবে।
জাযাকাল্লাহু খাইরান মামুন ভাই....। Rose
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৭
215146
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
271039
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি


০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৮
215147
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
পড়বার জন্য এবং দোয়ার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271207
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪২
আহ জীবন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.


সবাই আমি। না ভাবতে পারলে কেউই আমি না। কারো দুঃখ আমার না, সুখ ও না। আমার দুঃখ কারো না, সুখ ও না।
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৮
215352
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.

তবে তো আপনি অ্যাবসোলিউট জিরোর দিকেই নিয়ে গেলেন!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
215366
আহ জীবন লিখেছেন : অ্যাবসোলিউট জিরো ব্যাপার তা বুঝলাম না? একটু বুঝিয়ে বলবেন কি?
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৫
215372
মামুন লিখেছেন : সবাই আমি। পজিটিভ মানে যোগ
না ভাবতে পারলে কেউই আমি না। নেগেটিভ
কারো দুঃখ আমার না, সুখ ও না। নেগেটিভ ও পজিটিভ

আমার দুঃখ কারো না, সুখ ও না। নেগেটিভ ও পজিটিভ

এবারে দেখুন, একই জিনিসের নেগেটিভ ও পজিটিভ একই যায়গায় থাকাটাই তো আসলে কিছুই না।
এটাকেই পরম শুন্য যা আপেক্ষিক বুঝাতে চেয়েছি।Good Luck
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
215375
আহ জীবন লিখেছেন : নতুন করে আবার ভাবতে হবে। এভাবে ভাবিনি। তবে একটা জিনিস বুঝলাম আপনার মন্তব্য থেকে- "গভীরতার ও গভীরতা আছে।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File